বিশ্বের অন্যতম মেবাইল ফোনের বাজার ভারতে ‘জেনফোন’ উন্মুক্ত করে বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। বাজারে ছাড়ার চার দিনের মাথায় তারা ৪০ হাজার জেনফোন বিক্রি করতে পেরেছে।
মি. পিটার চ্যাঙ এক বার্তায় জানিয়েছে, যদিও কোনো উল্লেখযোগ্য পণ্য নয় এটি। তবে ফ্লিপকার্টের এমন সমর্থন তাদেরকে সফলতা এনে দিয়েছে। কারণ জেনফোন প্রকাশের পর মহুর্তেই প্রায় ৩০০টি ওয়েবসাইটে পণ্যটি দেখে বিস্মিত হয় আসুস। অ্যান্ড্রয়েড ওএস নির্ভর এ ফোনটি বিক্রির জন্য তারা কয়েকটি সাইজ আনে। মানসম্মতভাবে নির্মিত বলে ব্যবহারকারীদের কাছে এর গ্রহনযোগ্যতাও বেশি।
উল্লেখ্য, জেনফোনের সবগুলো মডেলের অবদান রয়েছে বিপুল সংখ্যক বিক্রির এই রেকর্ড গড়তে।
প্রসঙ্গত, মটো জি’কেও ফ্লিপকার্ট এমন সফলতা অর্জনে সাহায্য করেছিল। তবে মটো ই’র বেলা যেটা হয়নি। আর এখন এক্সিওমি’র অবস্থান দেখার পালা।
ইতিমধ্যে বিশাল আয়োজনের মাধ্যমে পণ্যটির বিক্রির নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ফ্লিপকার্ট।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪