ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চলতি মাসেই উৎপাদনে যাচ্ছে আইফোন ৬

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
চলতি মাসেই উৎপাদনে যাচ্ছে আইফোন ৬

ঢাকা: চলতি মাসেই উৎপাদনে যাচ্ছে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন ৬। আগস্টে এটি বাজারে আসার কথা রয়েছে।

হ্যান্ডসেটটির উৎপাদনের কাজ করছে বিশ্বের সর্ববৃহৎ চুক্তিভিত্তিক উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ানের হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি লি.।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।  

সংবাদ মাধ্যম জানায়, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ৪ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ৬ হ্যান্ডসেটের উৎপাদন শুরু হবে। আর আগস্টের দ্বিতীয় সপ্তাহে
উ‍ৎপাদন শুরু হবে ৫ দশমিক ৫ পর্দার।

এর আগে চীনের এক সংবাদ মাধ্যম জানায়, হ্যান্ডসেটটি তৈরির জন্য নতুন করে প্রায় এক লাখ শ্রমিক নিয়োগ দেবে হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি লি.।

সহকারী প্রতিষ্ঠান পেগাট্রন করপোরেশনও প্রায় দশ হাজার নতুন কর্মী নিয়োগ দেবে বলে ইকোনমিক ডেইলি নিউজের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম।

যদিও এ বিষয়ে হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

বিশ্ববাজারে দু’টি পর্দার (৪.৭ ও ৫.৫) ৮ কোটি করে হ্যান্ডসেট বিক্রি হবে বলে আশা করছে অ্যাপল।

২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।