বর্তমানে পাবলিক প্রকিউরমেন্ট রুলস(পিপিআর) বা সরকারি ক্রয় নীতিমালায় যেসব শর্ত আরোপিত আছে তাতে দেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর তুলনায় বিদেশি প্রতিষ্ঠানগুলো বেশি সুযোগ পেয়ে থাকে। এ ধরনের শর্তের ফলে দেশিয় প্রতিষ্ঠানগুলো এককভাবে টেন্ডারে অংশগ্রহণ করতে পারে না।
এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে “আগামী ৫ বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানী আয়, ১ মিলিয়ন বা ১০ লক্ষ আইটি প্রফেশনাল তৈরি, প্রতিবছর ১ কোটি ইন্টারনেট গ্রাহক তৈরি এবং দেশের জিডিপিতে এক শতাংশ অবদান রাখতে বেসিস যেভাবে কাজ করে যাচ্ছে তা তুলে ধরা হয়। পরিকল্পনা মন্ত্রী বেসিস প্রতিনিধিদের উপস্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে নিয়ে অবিলম্বে বর্তমান পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) সংশোধনের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, প্রাক্তন সভাপতি হাবিবুল্লাহ এন করিম, একেএম ফাহিম মাশরুর, সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির সহ সংশ্লিষ্টরা।
** পিপিআর সংশোধনের প্রস্তাব বেসিসের
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪