ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে অনলাইন পেমেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪
ফেসবুকে অনলাইন পেমেন্ট!

অনলাইন পেমেন্টের ওপর কাজ করছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এ ঘোষণা দেন।

এদিন তিনি ভবিষ্যতে অনলাইন ব্যবসা বা ই-কমার্সে (ইলেকট্রনিক কমার্স) আয়ের দিকে তার মনোযোগের কথা জানান।

জাকারবার্গ বলেন, ফেসবুকের মোবাইল ম্যাসেজিং অ্যাপ বা ম্যাসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে তার কোম্পানি। যে কাজটি বর্তমানে পেপলের মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো করে থাকে।

তবে ইন্টারনেটে বিনামূল্যে এই সুবিধা আশু পাওয়া যাচ্ছে না। এজন্য বেশ সময় লাগবে।

জাকারবার্গ বলেন, ফেসবুক শুধুমাত্র অল্প সময়ের জন্য কিছু বিজ্ঞাপন বা অর্থকড়ি আয়ের জন্য তড়িঘড়ি করে কাজটি করবে না। অনলাইন পেমেন্টের জন্য সুবিধাজনক ও সস্তা এই মাধ্যমটি বাজারে আনতে বেশ সময় লাগবে।

জাকারবার্গ আরো বলেন, বিশ্বব্যাপী মেসেঞ্জারের মাসিক ব্যবহারকারী এখন ২০০ মিলিয়নের বেশি। এছাড়া মেসেঞ্জারের বিপরীতে আরো বেশ কিছু মেসেজিং অ্যাপ পেমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে। ফেসবুকও বসে নেই।

তিনি বলেন, বছরের পর বছর আমরা পেমেন্ট পদ্ধতির এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। সর্বশেষ আমরা মেসেঞ্জারের মাধ্যমে পেমেন্ট করার পদ্ধতি বের করার চেষ্টা করছি।

ফেসবুকের আয় বৃদ্ধি ১৩৮ শতাংশ

এদিকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের মুনাফা বেড়েছে ১৩৮ শতাংশ বা ৭৯ কোটি ১০ লাখ ডলার বেড়েছে।

ফেসবুক জানায়, দ্বিতীয় প্রান্তিকে বিজ্ঞাপন খাত থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে ফেসবুকের, যা ২০১৩ সালের একই সময়ের চেয়ে ৬১ শতাংশ বেশি। শেয়ারপ্রতি আয় বেড়েছে দশমিক ৬২ শতাংশ।

জাকারবার্গ বলেন, ‘এবারের দ্বিতীয়ার্ধটা আমাদের বেশ ভালোই কেটেছে। ’

বর্তমানে প্রতি মাসে নিয়মিত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৩২ কোটি; গত বছরের চেয়ে এটি ১৪ শতাংশ বেশি। এর মধ্যে মোবাইলে ১০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। গত বছরের চেয়ে এটি ৩১ ভাগ বেশি। মোবাইল থেকে আয় হয়েছে ৬১ শতাংশ।

বাংলাদেশ সময়: ০৭১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।