ঢাকা: এবার প্রিন্টের মাধ্যমে পাওয়া যাবে মানবদেহের ট্যিসু। শুধু ট্যিসুই নয় শরীরে পুনঃস্থাপিত প্রায় অবিকল অঙ্গের ছবিও মিলবে প্রিন্টের মাধ্যমে।
মঙ্গলবার থ্রিডি বায়ো প্রিন্টার নামে এমনই একটি প্রিন্টার বাজারে ছেড়েছে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান।
এ প্রিন্টারের মাধ্যমে জীবন্ত বস্তু, ট্যিসু প্রিন্ট করা যাবে। এছাড়া হৃৎপিন্ডের কোষের ছবিও সফলভাবে প্রিন্ট করা যাবে বলে প্রতিষ্ঠানটির দাবি।
বায়ো থ্রিডি টেকনোলজি নামে এ টোকনোলজির সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক ফান মিনোই বলেন, গবেষণাকে আরও ‘যুগান্তকারী’ পর্যায়ে নিয়ে যাবে এ প্রিন্টার। এর মাধ্যমে আরও সঠিকভাবে ওষুধের গবেষণা ও উন্নয়ন সম্ভব হবে।
থ্রিডি প্রিন্টিং এমন একটি পক্রিয়া যার মাধ্যমে ডিজিটাল মডেল থেকে যে কোনো আকৃতির ত্রিমাত্রিক বস্তু তৈরি করা যায়।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪