ঢাকা: দেখতে দেখতে কুড়ি বছরে পা দিল স্মার্টফোন। আজ থেকে ঠিক দুই দশক আগে আইবিএম সিমন স্মার্টফোন প্রথম বাজারে আসে।
আইবিএম ও মার্কিন সেল্যুলার কোম্পানি বেলসেলফ মাত্র একঘণ্টার ব্যাটারি শক্তি সমৃদ্ধ ফোনটি বাজারে আনেন ১৯৯৪ সালে। ২৩ সে.মি দীর্ঘ ও আধা কেজি ওজনের ফোনটি আকারে বাড়ির একটি ইটের প্রায় অর্ধেক ছিল।
ফোনে এলসিডি মনিটরের সঙ্গে টাচস্ক্রিন প্রযুক্তি ছিল।
আগামী অক্টোবরে লন্ডন সায়েন্স মিউজিয়ামে প্রথম মডেলের স্মার্টফোনটি প্রদর্শনের জন্য তোলা হচ্ছে।
বাংলাদেশ সময়” ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪