ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গোদাগাড়ী ইউরেকা ক্লাবের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
গোদাগাড়ী ইউরেকা ক্লাবের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ইউরেকা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাজাবাড়ীহাট উচ্চবিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।



মেলায় বিজ্ঞান ক্লাবের সদস্য ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা অংশ নেন। মেলায় বিজ্ঞানভিত্তিক ৪৩টি প্রজেক্ট ছিল। প্রজেক্টগুলো শিক্ষার্থীদের নিজস্ব উদ্ভাবন এবং স্বল্পমূল্য ও পড়ে থাকা উপকরণ দিয়ে তৈরি।

বিজ্ঞান প্রজেক্টগুলোর অধিকাংশ শিক্ষার্থীদের পাঠ্য বই পড়তে সহায়তা করবে। উল্লেখ্যযোগ্য প্রজেক্টগুলোর মধ্যে ছিল- বন্যার পূর্বাভাস, পানির বিভিন্ন স্তর নির্ণয় ও ব্যাটারিচালিত সেচ পাম্প।

বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুস সামাদ মন্ডল। এসময় ‍আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ, পরিচালনা কমিটির সদস্য হেলাল উদ্দিন ও আফতাব উদ্দিন।

মেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন ইউরেকা বিজ্ঞান ক্লাবের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক নুসরাত জাহান।

ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় রাজশাহীর সিসিবিভিও নামে একটি বেসরকারি সংগঠন এই বিজ্ঞান মেলার আয়োজন করে।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘন্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।