বিশ্বখ্যাত লেনোভো ব্র্র্যান্ডের ফ্লেক্স ২ মডেলের মাল্টি-টাচস্ক্রিন ফিচারের নতুন ল্যাপটপ দেশের বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। ল্যাপটপ এবং স্ট্যান্ড দুই মোডেই এটি ব্যবহারযোগ্য।
ব্যবহারকারীরা ডকুমেন্ট ড্রাফটিং, স্প্রেডশীট এ ধরনের কিবোর্ড নির্ভর কাজ ল্যাপটপ মোডে রেখে করতে পারবে। আর টাচ্-বেসড অ্যাপলিকেশন, ওয়েব চ্যাট, মুভি বা ভিডিও উপভোগের সময় এর ডিসপ্লেটিকে কীবোর্ডের উল্টো দিকে ৩০০-ডিগ্রী পর্যন্ত ঘুরিয়ে স্ট্যান্ড মোডে রেখে সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়।
এছাড়া লেনোভো ফ্লেক্স ২’তে রয়েছে ১.৭ গিগাহার্জ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৩ প্রসেসর, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, এইচডি অডিও, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট সহ দরকারি সব সুবিধা।
ব্যাটারি ব্যাকআপ সাড়ে ৪ ঘণ্টা। ৬০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে লেনোভোর নতুন মডেলটি।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪