ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে স্বল্পমূল্যে ফোরজি হ্যান্ডসেট আনছে নকিয়া

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
ভারতে স্বল্পমূল্যে ফোরজি হ্যান্ডসেট আনছে নকিয়া

ঢাকা: মোবাইল হ্যান্ডসেট বাজারে প্রায় একযুগ আধিপত্য ধরে রাখার পর ২০১২ সালে দক্ষিণ কোরিয়া ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের কাছে বাজার হারায় নকিয়া। উইন্ডোজ অপারেটিং সিস্টেম হ্যান্ডসেটের মাধ্যমে সে বাজার ফিরে পেতে চেষ্টা অব্যাহত রাখে ‘সাবেক’ এ মোবাইল জায়ান্ট।

স্যামসাংয়ের সঙ্গে দৌড়ে টিকে থাকতে বাজারে ছাড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সংবলিত হ্যান্ডসেট নকিয়া এক্স।

তবে এবার নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ফিনল্যান্ড ভিত্তিক হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। হ্যান্ডসেটের বাজার ধরে রাখতে ভারতের বাজারে এবার স্বল্পমূল্যে থ্রি ও ফোরজি হ্যান্ডসেট আনার পরিকল্পনার কথা জানিয়েছে।

মাইক্রোসফটের মোবাইল বিক্রয় বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ক্রিস ওয়েবার বলেন, আমরা মোবাইল হ্যান্ডসেটের মূল্য আরো কামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি থ্রিজি ও এলটিই (ফোরজি) উভয় ক্যাটাগরির হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রযোজ্য।

ভারতের বাজারের জন্য নকিয়া তার ফোরজি লুমিয়া৬৩৫ হ্যান্ডসেটের মূল্য নির্ধারণ করেছে এগারো হাজার ৩৫ রুপি (টেক্স ব্যতীত)। হ্যান্ডসেটটি এখনও ভারতের ‍বাজারে ছাড়া হয়নি। তবে হ্যান্ডসেটটির মূল্য আরো কমানোর ইঙ্গিত দেন ওয়েবার।  

এদিকে, আগামী অক্টোবরের মধ্যে নকিয়া ভারতের বাজারে ফোরজি প্রযুক্তি সংবলিত লুমিয়া৮৩০ হ্যান্ডসেটটি ছাড়ার পরিকল্পনা করছে। হ্যান্ডসেটটির মূল্য ধরা হয়েছে ছাব্বিশ হাজার রুপি।

এছাড়া লুমিয়া ৭৩৫ নামে আরো একটি ফোরজি হ্যান্ডসেট ছাড়বে নকিয়া। এর মূল্য ধরা হয়েছে সতেরো হাজার ৫শ’ রুপি। তবে কবে নাগাদ হ্যান্ডসেটটি ছাড়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ভারতে ফোরজি প্রযুক্তি চালুর বিষয়ে চিন্তা করছে দেশটির টেলিকম অপারেটরগুলো। ফোরজি প্রযুক্তি চালু হলে থ্রিজির চেয়ে ১০-১২ গুণ বেশি স্পিড পাবেন মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।