ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা পরই শেষ হচ্ছে প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষা। তবে এর আগেই আইফোন-৬’র একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে।
ভিডিও চিত্রে দেখা যায়, এক চীনা নাগরিকের ডান হাতে আইফোন-৬ ও বাম হাতে আইফোন-৫। তিনি হ্যান্ডসেট দু’টির পার্থক্য তুলে ধরছেন। আইফোন-৬ সামনে ও পেছনের দিক থেকে দেখতে কেমন হবে এতে তিনি বিষয়টি তুলে ধরেন।
এছাড়া এর ক্যামেরা, ছবি, ফিচার, প্রসেসরের কার্যকারিতা কেমন হবে সে বিষয়ও তুলে ধরা হয়েছে। হ্যান্ডসেটটির কন্ট্রোল বাটনে যে পরিবর্তন আনা হয়েছে তাও ফুটে উঠেছে ভিডিওতে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাজারে আসছে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬। তবে ৬ দিন আগেই নিউইর্য়কে একটি অ্যাপল স্টোরের সামনে হ্যান্ডসেটটির জন্য মানুষজনকে লাইন দাঁড়াতে দেখা যায়।
আইফোন-৬ গোলাকৃতির হবে বিষয়টি আগেই জানিয়েছিল অ্যাপল। হ্যান্ডসেটটি আইফোন-৫এস’র চেয়ে বেশ খানিকটা পাতলা। ছবিতে আইফোন-৫এস’র চেয়ে আইফোন-৬ কিছুটা লম্বাকৃতির দেখা যায়।
৬৪-বিট এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮। এছাড়া আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইফোন-৬।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪