ঢাকা: কল সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সোমবার রাজধানীর ডিজিকন টেকনোলজিস্ট লিমিটেড পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, তারুণ্যই শক্তি, তারুণ্যেই অর্থনৈতিক মুক্তি। তাই তরুণদের সাফল্য দেখতে আমি ছুটে এসেছি।
তিনি বলেন, তাদের মেধা ও শ্রমের ওপর দাঁড়িয়ে ২০২১ সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছি।
তিনি আরও বলেন, ডিজিকন বাংলাদেশে আউটসোর্সিংয়ে পথ প্রদর্শনকারী। তারা যথেষ্ট সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে কল সেন্টারের মাধ্যমে আউটসোর্সিং সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের অর্থনীতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন তারা।
এ সময় ডিজিকনের সিইও ওয়াহিদ শরীফ প্রতিমন্ত্রীকে ডিজিকন স্যামসাং, টেলিটক, এয়ারটেল, ওলো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন বহুজাতিক সংস্থাকে কীভাবে সেবা দিয়ে যাচ্ছে তা জানান।
প্রতিমন্ত্রী পরে ডিজিকন অফিস ঘুরে দেখেন এবং কর্মরত তরুণ-তরুণীদের সঙ্গে কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং’র সভাপতি আহমদুল হক ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৪