ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫০ লাখ জিমেইল পাসওয়ার্ড হ্যাক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
৫০ লাখ জিমেইল পাসওয়ার্ড হ্যাক ছবি: সংগৃহীত

ঢাকা: ৪৯ লাখ ত্রিশ হাজার জিমেইল অ্যাকাউন্টধারীর ই-মেইল আইডি ও পাসওয়ার্ড হ্যাক হয়েছে। একদল রাশিয়ান হ্যাকার এগুলো হ্যাক করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



বিটকয়েন ফোরাম বিটিসিএইসি.কম ওয়েবসাইটে হ্যাক হওয়া ‍অ্যাকাউন্টের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। টিভিএসকেআইটি নামে এক ইউজার থেকে এগুলো পোস্ট করা হয়েছে।

হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোর ৬০ শতাংশ সচল বলে জানিয়েছে সংবাদমাধ্যম। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো ইংলিশ, রাশিয়ান ও স্প্যানিশ নাগরিকদের বলে জানা গেছে।

এদিকে ঘটনা স্বীকার করে গুগল জানায়, আমাদের সিস্টেম ভেঙে পড়েছে বিষয়টি কিন্তু তা নয়।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।