আগামী ১৪ সেপ্টেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন সৃষ্টির সন্ধানে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু হচ্ছে ‘ইএটিএল-প্রথম আলো মোবাইল অ্যাপস প্রতিযোগিতা-২০১৫’। এই প্রতিযোগিতার এক্সক্লুসিভ টেলিকম পার্টনার হিসেবে থাকছেন দেশের বৃহত্তম মোবাইল অপারেটির গ্রামীণফোন।
এই উপলক্ষ্যে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লি.(ইএটিএল) এবং গ্রামীণফোনের মধ্যে চুক্তি সাক্ষর হয়। ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং গ্রামীনফোণের চীফ প্রকিউরমেন্ট অফিসার আসিফ মোহাম্মদ তৌহিদ চুক্তিপত্রে সই করেন।
এ সময় গ্রামীণফোনের চীফ মার্কেটিং অফিসার এলান বনকে, চীফ অফ কর্পোরেট অ্যাফেয়ার্স মাহ্মুদ হোসেন, কর্পোরেট অ্যাফেয়ার্স পরিচালক ইশতিয়াক হোসেন চৌধুরী, ইএটিএলের সিইও ডাঃ নিজাম উদ্দিন আহমেদ, চীফ টেকনোলজি অ্যাডভাইজার ডঃ রাজেশ পালিতসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষনীয় পুরস্কারের পাশাপাশি ইএটিএল’এ চাকুরি লাভের সুযোগ থাকছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪