ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদ, পূজা উপলক্ষে অনলাইনের পাশাপাশি অফলাইন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
ঈদ, পূজা উপলক্ষে অনলাইনের পাশাপাশি অফলাইন

অনলাইন শপিং মানে বাজার বাজার না ঘুরে নির্দিষ্ট স্থান থেকেই পছন্দের পণ্য অর্ডারে কেনা।
দৈনন্দিন কর্মব্যস্ততা আর যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে বর্তমানে অনলাইন মার্কেট বেশ জনপ্রিয়।

নিত্যনতুন পণ্যের সমাহার, বিভিন্ন ছাড় ও উপহারের কমতি নেই ভার্চুয়াল এ বাজারে। বিভিন্ন উপলক্ষ্যে এ বাজারে পায় বাড়তি মাত্রা আর ঈদ ও পূজার মতো উৎসবে তো কথায় নেই।

তবে অনলাইন কেনাকাটা নিয়ে ভিন্ন এক আয়োজন করছেন দেশের ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান  inspire। অনলাইনের ক্রেতারা এবার অফলাইনেও পণ্য ক্রয় করতে পারবেন। বাড়িধারা ডিওএইচএস এ আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী Eid and puja  প্রদর্শনী শুরু হচ্ছে। বাংলাদেশের ভার্চুয়াল বাজারে মূলত যেসব প্রতিষ্ঠান এ সেবা দিয়ে থাকেন তাদের মিলনমেলায় জমে উঠবে এই উৎসব। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ‘RAMEEN’S FANTASY, Mixed bag, Maha’s colleetion, Shopnobaj, Mayali, Girona, La Boutique, Travel Booking Bangladesh, Aureen.s ‘।

 এই প্রদর্শনীর সহযোগীতায় থাকছে কমপিউটার জগৎ।

উল্লেখ্য, সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে Eid and puja  প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।