রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর তথ্য জনসাধারণের জন্য অনলাইনে উপস্থাপনের পরিকল্পনা নিচ্ছে প্রতিষ্ঠানটি।
পরিকল্পনা প্রণয়নে ‘স্বাস্থ্য তথ্য সিস্টেম’ শীর্ষক এক কর্মশালা সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা মরু ও রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আজাহার আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজশাহী মহানগরে কোন কোন প্রতিষ্ঠান কি কি ধরনের স্বাস্থ্যসেবা দিচ্ছে, কোন রোগের সংখ্যা ক্রমশ বাড়ছে- এসব তথ্য সার্বিকভাবে উপস্থাপন, স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, দেশ-বিদেশে অবস্থানরত যে কেউ রাজশাহী মহানগরীর স্বাস্থ্যসেবা বিষয়ে যেন অবহিত হতে পারেন সে লক্ষ্যেই এ পরিকল্পনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন ও ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. মমতাজুল করিম।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম।
কর্মশালা সঞ্চালন করেন মরু’র সিনিয়র অ্যাডভাইজার ইমরানুল হক। কর্মশালায় অংশ নেন রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য স্থায়ী কমিটির সভাপতি আবু বাক্কার কিনু, বারিন্দ মেডিকেল কলেজের অধ্যাপক ড. কাজী ওয়ালি আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪