ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনছে ম্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
দেশে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনছে ম্যাপল

বাংলাদেশে এই প্রথম ৩০৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন আনছে দেশিয় মোবাইল ফোন ব্র্যান্ড ম্যাপল মোবাইল। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের ‘গ্লোরি এম৪’ মডেলের স্মার্টফোনটি এ মাস থেকেই দেশের বাজারে পাওয়া যাবে।

এছাড়া গ্রাহকদের কাছে ব্যাটারি ব্যাকআপের বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সবগুলো কাস্টমার সার্ভিস সেন্টারে ব্যাটারির পাওয়ার টেস্টিং ডিভাইস থাকবে। যার ফলে ক্রেতারা চাইলেই হ্যান্ডসেটের ব্যাটারির প্রকৃত মিলিঅ্যাম্পিয়ার পরখ করতে পারবেন।

গ্লোরি এম৪ মডেলের এই স্মার্টফোনে ৫.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকছে। অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট ৠাম ও  ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি।

অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম নির্ভর ফোনটির মূল ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। এছাড়া রয়েছে উন্নতি প্রযুক্তির সেন্সর, ওটিজি ব্যবহারের সুবিধা, থ্রিজি, ইডিজিই, জিপিআরএস, ডাব্লিউএপি, ওয়্যারলেস ট্রান্সমিশন, এইচএসইউপিএ ও এইচএসপিএ+ নেটওয়ার্ক।

হ্যান্ডসেটটির ওজন মাত্র ১৬৬ গ্রাম, দাম ১১,৯৫০ টাকা।

দেশে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর স্মার্টফোনের চাহিদা বাড়লেও স্বল্প মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে গ্রাহকদের অনকে অভিযোগ রয়েছে। যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ম্যাপল দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন আনার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।