ডেল কার্নিভাল, বিআইসিসি থেকে: উইন্ডোজ ৮ নিয়ে গত দু’মাস ধরে সমস্যায় ভুগছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নূর আহমেদ পলাশ। তিনি খুব সহজেই ডেল-এর পিসি সার্ভিসিং ও হেলথ চেক সেন্টারে পেয়ে গেলেন নিজের সমস্যার সমাধান।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বসেরা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল আয়োজিত ‘ডেল কার্নিভাল’-এ আপনার ডেল পিসি, ল্যাপটপের সমস্যার সমাধান দিতে চেম্বার খুলে বসেছেন কম্পিউটার এক্সপার্টরা। কার্নিভালে আসা অনেকেই কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই নিচ্ছেন এ সেবা।
কাজীপাড়া থেকে এসেছিলেন ইসমাইল। তার ল্যাপটপের কি-বোর্ডের সমস্যা ছিলো। সার্বিক পর্যবেক্ষণ করে এক্সপার্টরা তাকে বললেন, অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে যেতে, কারণ তার এ সমস্যা সমাধান করতে ৪৮ ঘণ্টা সময় লাগবে।
আরেক তরুণ আসিফুল হক আসিফ বললেন, তিনি তার সফটওয়্যারের সমস্যার সমাধান পেয়েছেন কার্নিভালে এসে।
তাই পাঠক, আপনার ডেল পিসি, ল্যাপটপ কিংবা নোটবুকের কোনো সমস্যা থাকলে চলে আসুন কার্নিভালে, শনিবার পর্যন্ত পাবেন এই সেবা।
** ডেল কার্নিভালে পণ্য কিনলেই ছাড়
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪