ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্স ফেয়ার ২০১৪ এর মোবাইল অ্যাপস উদ্বোধন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
ই-কমার্স ফেয়ার ২০১৪ এর মোবাইল অ্যাপস উদ্বোধন ‘ই-কমার্স ফেয়ার-২০১৪’ অ্যাপস উদ্বোধন

২৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর বেগম সুফিয়া কামাল জাতীয়  গ্রন্থাগার প্রাঙ্গনে শুরু হচ্ছে তিন দিনের ই-কমার্স মেলা।

তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগতের উদ্যোগে অনুষ্ঠিতব্য এই মেলার মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে।

কম্পিউটার জগতের কার্যালয়ে আয়োজিত অ্যাপসটির উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ‘ই-কমার্স ফেয়ার-২০১৪’ নামের এই অ্যাপসের নির্মাতা স্মার্টফোন অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান রিভেরি কর্পোরেশন লি:। অ্যাপসটির মাধ্যমে ই-কমার্স সম্পর্কে বিস্তারিত তথ্য, রেজিস্ট্রেশন এছাড়া এ যাবত যতগুলো ই-কমার্স ফেয়ার হয়েছে তার সব আপডেট জানা যাবে। মেলার  লোকেশন ও স্যোশাল
নেটওয়ার্কিং শেয়ারিং অপশনও থাকবে এতে। গুগল প্লে-স্টোরে কমপিউটার জগৎ লিখে সার্চে অ্যাপসটি ফ্রি ডাউনলোড করা যাবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মো: আব্দুল ওয়াহেদ তমাল, রিভেরি কর্পোরেশন লি: এর প্রধান নির্বাহী নাছিমা আক্তার সহ সংশ্লিষ্টরা। অ্যাপসটির ডাউনলোড লিংক:  https://play.google.com/store/apps/details?id=com.reverie.computerjogot 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।