ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অক্টোবরের মাঝামাঝিতে নেক্সাস ৬

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
অক্টোবরের মাঝামাঝিতে নেক্সাস ৬

ঢাকা: আগামী অক্টোবরের মাঝামাঝিতে নেক্সাস ৬ ছাড়ার পরিকল্পনা করছে গুগল। তবে হ্যান্ডসেটটির ‍নাম নেক্সাস ৬ না হয়ে নেক্সাস এক্সও হতে পারে বলে ধারণা করছেন অনেকে।



একই সময়ে গুগল তার পরবর্তী নেক্সাস ট্যাবলেটও আনতে পারে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।

সূত্র জানায়, হ্যান্ডসেট ও ট্যাবলেটের অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সন অ্যান্ড্রয়েড এল।

হ্যান্ডসেটটির পর্দা হবে ৫.২ ইঞ্চি। ২.৭ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরে চলবে এ হ্যান্ডসেট। এর ৠাম হবে ৩ জিবি। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার হ্যান্ডসেটটির ফ্রন্ট ক্যামেরা হবে ২.১ মেগাপিক্সেল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।