ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘নিউরোচ্যালেঞ্জ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল  অ্যান্ড কলেজে ‘নিউরোচ্যালেঞ্জ’

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে  অনুষ্ঠিত হয়েছে জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জের পঞ্চম পর্ব। প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে  ৩০ মিনিটের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা শেষে খাতা মূল্যায়নের এক ফাঁকে একটি মুক্ত কুইজেও অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগ থেকে ৫ জন করে মোট ১০ জন বিজয়ীকে জাতীয় পর্যায়ের জন্য ইয়েস কার্ড ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথি বক্তব্যে, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি অধিক মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির তত্বাবধায়নে ছিলেন জিরো টু ইনফিনিটি রুয়েট এর ক্যাম্পাস এম্বাসেডর তানসিফ আনজার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্যাম্পাস এম্বাসেডর ফরিদুল ইসলাম ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, জিরো টু ইনফিনিটি সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিউরোচ্যালেঞ্জ নামের এই কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে।   এ পর্যন্ত মোট ৫টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে নিউরোচ্যালেঞ্জ।

এভাবে দেশের মোট ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০ জন করে বিজয়ী নির্বাচিত হবে। সবশেষে  ১০০০ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হবে জিরো টু ইনফিনিটি নিউরোচ্যালেঞ্জের ন্যাশানাল রাউন্ড। এ রাউন্ডে বিজয়ীরা দেশসেরা বিউটিফুল মাইন্ডসের স্বীকৃতি পাবে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।