এরইমধ্যে ভারতে শুরু হয়েছে অ্যাপলের আইফোন ৬ এর প্রি-অর্ডার কার্যক্রম। ১৭ অক্টোবর থেকে পণ্যটির বিপণন শুরু হবে।
অ্যাপলের এমন সিদ্ধান্ত নেওয়ার খবর প্রকাশের পর স্থানীয় বাজারটিতে স্যামসাং’র তেমন কোনো পণ্য উন্মুক্তের কথা শোনা যায়নি। কিন্তু হঠাৎই কোরিয়ান জায়ান্ট গ্যালাক্সি নোট ৪ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, তা আবার ৬ প্লাস ছাড়ার দুই দিন আগেই অর্থাৎ ১৫ অক্টোবর। তাই চির প্রতিদ্বন্দী দুই প্রতিষ্ঠানের মধ্যে বাজার প্রতিদ্বন্দীতা জমবে ভালো ধারণা করছে আলোচকরা।
অবশ্য, অনুমানের ভিত্তিতে সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ হলেও স্যামসাং’র এমন ইচ্ছার বিষয়টি সুস্পষ্ট বলেও উল্লেখ করা হয়।
আরো বলা হয়েছে, এ বছর বড় আকারের স্মার্টফোনে গ্রাহকদের আগ্রহ বেশি। আর সেই কারণে অ্যাপল আইফোন ৬ প্লাস অফার করছে যাতে রয়েছে ফুল এইচডি ৫.৫ ইঞ্চি পর্দা। অন্যদিকে নোট ফোর বৈশিষ্ট্যের ক্ষেত্রে এগিয়ে এতে কোয়াড এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপি ১.৯ গিগাহার্জ অক্টা কোর এক্সিনস ৫৪৩৩ চিপসেট আছে।
কোরিয়ান জায়ান্টের এ পণ্যটির (ইউএক্স) নিয়ে কৌতুহলীদের মাঝে আবার উদ্বেগও আছে। তাদের চাওয়া গ্যালাক্সি এস ফাইভের মতো পুনরায় যেন এ পণ্যটিকে বিফল না দেখতে হয়।
যেহেতু প্রতিদ্বন্দীতার উদ্দেশ্যে আসছে স্যামসাং তাই দামের দিকটিও এখানে বেশ গুরুত্বপূর্ণ। কেননা ৬ প্লাসের ১৬ জিবি বিক্রি হবে ৬২ হাজার ৫’শ রুপিতে। আর ১২৮ জিবি‘র ক্রেতাদের বেশ অনেকটা খরচা করতে হবে। ভারতীয় রুপিতে এর দাম পড়বে ৮০ হাজার ৫’শ রুপি।
তাই নোট ৪ আসার খবরে আগ্রহীরা অনেকটা কম দাম আশা করছে স্যামসাং’র থেকে। তথ্য মতে, নোট ৪’র ১২৮ জিবি পর্যন্ত মেমোরি পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ১০২৪