ঢাকা: এক মাসের বেশি সময়ের অপেক্ষার অবসান হলো। অবশেষে ভারতের বাজারে ছাড়া হলো আইফোন ৬ ও ৬ প্লাস।
যারা যে কোনো একটির প্রি-অর্ডার করেছেন শুধুমাত্র তারাই এ হ্যান্ডসেট পেয়েছেন।
এদিকে, গত দু’দিন হ্যান্ডসেট দু’টির জন্য ২০ হাজার বেশি অর্ডার পড়েছে বলে জানা গেছে।
এছাড়া, অ্যাপলের অনুমোদিত ই-কমার্স সাইট ছাড়াও ফ্লিপকার্ট, অ্যামাজন, স্নেপডিল এখনও হ্যান্ডসেট দু’টির প্রি-অর্ডার নিচ্ছে।
গত ৯ সেপ্টেম্বর প্রযুক্তিপ্রেমীদের জন্য আইফোন-৬ ও ৬ প্লাস নামে দু’টি হ্যান্ডসেট উন্মুক্ত করে অ্যাপল। এরপর ১৯ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, হংকং, জাপান, পুয়ের্তি রিকো এবং সিঙ্গাপুরের বাজারে ছাড়া হয় হ্যান্ডসেট দু’টি।
১৬ জিবির ৪.৭ ইঞ্চি পর্দার আইফোন ৬ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার পাঁচশ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৭২ হাজার)। আর আইফোন ৬ প্লাসের মূল্য শুরু হবে ৬২ হাজার পাঁচশ রুপি থেকে (বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ হাজার)
এছাড়া, আইফোন ৬ এর ৬৪ ও ১২৮ জিবির ৪.৭ ইঞ্চি পর্দার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার পাঁচশ ও ৭১ হাজার পাঁচশ রুপি। আইফোন ৬ প্লাসের ৬৪ জিবির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার পাঁচশ রুপি। আর ১২৮ জিবির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার পাঁচশ রুপি।
৪.৭ ইঞ্চি পর্দার আইফোন-৬’র পুরুত্ব ৬.৯ মিলিমিটার। এর দৈর্ঘ্য ৫.৪৪ ইঞ্চি ও প্রস্থ ২.৬৪ ইঞ্চি। ৫.৫ ইঞ্চি পর্দার আইফোন-৬’র নাম দেওয়া হয়েছে আইফোন-৬ প্লাস। ৭.১ মিলিমিটার পুরুত্বের হ্যান্ডসেটটির দৈর্ঘ্য ৬.২২ ইঞ্চি ও প্রস্থ ৩.০৬ ইঞ্চি।
আইফোন-৬’র ওজন ৪.৫৫ আউন্স এবং আইফোন-৬ প্লাসের ওজন ৬.০৭ আউন্স। ভিন্ন তিন রঙে (গোল্ড, সিলভার ও স্পেস গ্রে) পাওয়া যাবে আইফোন-৬ ও ৬ প্লাস।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪