ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সবচেয়ে পাতলা আইপ্যাড আনলো অ্যাপল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
সবচেয়ে পাতলা আইপ্যাড আনলো অ্যাপল

ঢাকা: ‘আইপ্যাড এয়ার ২’ নামে দ্বিতীয় প্রজন্মের একটি ট্যাবলেট উন্মুক্ত করেছে অ্যাপল। ১৭ অক্টোবর (শুক্রবার) থেকে এর প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।



৯.৭ ইঞ্চি রেটিনা ডিসপ্লে পর্দার আইপ্যাডটির পুরুত্ব ৬.১ মিলিমিটার। এটি বিশ্বের সবচেয়ে পাতলা আইপ্যাড বলে দাবি অ্যাপলের। আইপ্যাডটি আইফোন ৬ (৬.৯ মি. মি) ও ৬ প্লাসের (৭.১ মি. মি) চেয়েও পাতলা।

অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে আইওএস’র সর্বশেষ ভার্সন। আইপ্যাডে ব্যবহৃত এ৮এক্স প্রসেসর আইফোন ৬ ও ৬ প্লাসে ব্যবহৃত এ৮ প্রসেসরের চেয়ে আরো দ্রুত গতিসম্পন্ন। এর ৬৪ বিট প্রসেসর আগের আইপ্যাড থেকে ৪০ শতাংশ দ্রুত কাজ করবে।

আইফোন ৬ ও ৫এস এ যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, আইপ্যাড এয়ার ২-এ একই সেন্সর ব্যবহার করা হয়েছে।

সিলভার, স্পেস গ্রে এবং গোল্ড ভিন্ন তিন রঙে পাওয়া যাবে এ আইপ্যাড। অক্টোবরের শেষ নাগাদ ‍এটি বাজারে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজারের জন্য এর মূল্য ধরা হয়েছে ৪৯৯ (১৬ জিবি), ৫৯৯ (৬৪ জিবি) ও ৬৯৯ (১২৮ জিবি) ডলার।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।