ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মধুপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
মধুপুরে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে।

ডিজিটাল কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ই-সেবায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় প্রশাসন উপজেলা চত্বরে এ মেলার আয়োজন করে।



মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খ. শফিউদ্দিন মনি, সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, অধ্যক্ষ বজলুর রশীদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. হযরত আলী ও শিক্ষা কর্মকর্তা এএফএম রেজাউল হক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।