ঢাকা: পুনরায় নিবন্ধন প্রক্রিয়ায় মোবাইল মিসকার্ড নিবন্ধন নিশ্চিত করতে গ্রাহকদের অনুরোধ জানিয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সিম পুনঃনিবন্ধন নিশ্চিত করার পদ্ধতি জানিয়ে গ্রাহকদের এসএমএস দেওয়া শুরু করেছে টেলিটক।
টেলিটক সিম পুনরায় নিবন্ধন দ্রুত নিশ্চিত করতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, জন্ম তারিখ এবং পূর্ণ নাম লিখে (এনআইডি নম্বর, দিন/মাস/বছর, নাম) ১৬০০ নম্বরে পাঠাতে হবে।
এরপর ফিরতি এসএমএসে ঠিকভাবে নিবন্ধিত রয়েছে কি-না তা জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, দেশে টেলিটকের ৪১ লাখ ৮ হাজার গ্রাহক রয়েছে।
ভুয়া পরিচয় এবং নিবন্ধন না করে সিম কিনে অপরাধীদের ব্যবহার ঠেকাতে গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের উদ্যোগ নেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার (২১ অক্টোবর) সিম নিবন্ধনে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে কাস্টমার কেয়ার সেন্টার থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা।
আর আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে অপারেটররা।
ইতোমধ্যে জাতীয় পরিচয় তথ্য ভাণ্ডার থেকে তথ্য নিয়ে সিমকার্ড নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে অপারেটরগুলো।
সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৬টি মোবাইল কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৩৬ হাজার।
সিম নিবন্ধন না করলে ২০১৬ সালের মে মাস থেকে অনিবন্ধিত সিমের জন্য অপারেটরদের সিম প্রতি পঞ্চাশ ডলার জরিমানার বিধান কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমআইএইচ/এমএ