ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে ২ দিনব্যাপী তথ্য মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বাগেরহাটে ২ দিনব্যাপী তথ্য মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ -স্লোগানে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা।
 
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের অংশ হিসেবে রোববার (২০ ডিসেম্বর) সকালে বাগেরহাটের স্বাধীনতা উদ্যান প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।


 
জেলা প্রশাসন ও টিআইবির সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
 
তথ্য মেলা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আলম টুকুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, সনাকের সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু, জেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা জনগণের তথ্য পাওয়া অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।   
 
তথ্য মেলায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ২২টি স্টল অংশ নিয়েছে। এছাড়া মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলা শেষ হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫     
এমজেড
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।