ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন চেহারায় ফেসবুক ফ্যান পেজ

‌‌আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
নতুন চেহারায় ফেসবুক ফ্যান পেজ

আপনি যদি ফেসবুকের নিয়মিত ব্যবহারকারী হন তাহলে এতক্ষণে বিষয়টি আপনার চোঁখে পড়ছে নিশ্চয়। বদলে গেছে ফেসবুক ফ্যান পেজের চেহারা।

নতুন চেহারায় ফ্যান পেজের প্রোফাইল ছবিটিকে নিয়ে আসা হয়েছে বাম পাশের একেবারে উপরে, পূর্বে এটি কভার ফটোর উপরে ছিল। ফলে নতুন পরিবর্তনে সম্পূর্ণ কভার ফটোটি ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হবে। আর ফ্যান পেজের নামটিও থাকছে প্রোফাইল পিকচারের ঠিক নিচে।

এছাড়া সব ম্যানু নেভিগেশনগুলো নিয়ে আসা হয়েছে বাম পাশে এবং লাইকের সংখ্যা, ছবি ও ভিডিও গ্যালারি, পেজ সম্পর্কিত তথ্য এবং ভক্তদের মন্তব্যগুলো নিয়ে আসা হয়েছে ডানে।

ফেসবুকের বেশ কয়েকটি ফ্যান পেজ ভিজিট করে নতুন এই চেহারা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

তাই ফেসবুক ফ্যান পেজের নতুন এই চেহারা ব্যবহারকীরদের কাছে আরো পরিচ্ছন্নভাবে পেজটি উপস্থাপনে সাহায্য করার দিকটি এখন প্রতীয়মান হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।