ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

১০ কোটিতে টুইটার!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, সেপ্টেম্বর ১১, ২০১১
১০ কোটিতে টুইটার!

এখন টুইটারের নিবন্ধিত সদস্য ১০ কোটি। অনলাইন সংস্কৃতিতে খুদে বার্তা বিনিময়ের সবচেয়ে সক্রিয় এবং শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে টুইটার।

মাইক্রোব্লগিং হিসেবেও টুইটার আছে জনপ্রিয়তার শীর্ষে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে প্রতিদিন ৫ কোটি টুইটার তাদের খুদে বার্তা এ সাইটে পোস্ট করেন। এ সংখ্যা বাড়ছে প্রতিদিনই। তবে বেশিরভাগ টুইট সদস্যই বার্তা নিবন্ধন করেন না। শুধু সক্রিয় পাঠক (রিডঅনলি) হিসেবে টুইটারে প্রবেশ করেন।

দ্য নেক্সট ওয়েব সূত্র জানিয়েছে, এখনও শতকরা ৪০ ভাগ টুইটার সদস্য বার্তা (টুইট) পোস্ট করেন না। ফলে বার্তার সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হচ্ছে না।

টুইটার প্রধান নির্বাহী ডিক কস্টোলো জানান, টুইটার তাঁর বার্তার সংখ্যা বাড়াতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে। নিস্ক্রিয় টুইটার সদস্যদের বার্তা নিবন্ধনে আগ্রহী করে তুলতে টুইটার অচিরেই কিছু কৌশল বাস্তবায়ন করবে।

এ মুহূর্তে এ নিস্ক্রিয় ৪০ ভাগ টুইটার সদস্যকে প্রতিদিনের বার্তা বিনিময়ে অভ্যস্ত করে তুলতে পারলে প্রতি পাঁচ দিনে বার্তা (টুইট) বিনিময়ের সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে যাবে। দ্য নেক্সট ওয়েব সূত্র এ তথ্য দিয়েছে।

সামাজিক নেটওয়ার্কে নিজের তাৎক্ষণিক মতামত খুদেবার্তায় ছড়িয়ে দিতে টুইটার এ সময়ের সবচেয়ে জনপ্রিয় বার্তামাধ্যম। সর্বোচ্চ ১৪০ শব্দের এ বার্তামাধ্যম আরও জনপ্রিয় কিছু সেবা নিয়ে আসছে বলেও টুইটার সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।