বাংলানিউজের পাঠকদের জন্য উইন্ডোজ ১০ এর এ সমস্যা কীভাবে দূর করা যায় তা আলোচনা করা হলো-
আপনার ল্যাপটপে এরকম সমস্যা দেখা দিলে অর্থ্যাৎ, চার্জার প্লাগ ইন থাকলেও ল্যাপটপ চার্জ না নিলে নিচের ধাপগুলোর সাহায্যে খুব সহজেই এ সমস্যার সমাধান করা যাবে।
১. প্রথমে ল্যাপটপের ‘ডিভাইস ম্যানেজারে’ যেতে হবে।
২. এরপর ডিভাইস ম্যানেজারের ‘ব্যাটারিজ’ অপশনে যেতে হবে। সেখানে ‘মাইক্রোসফট এসি অ্যাডাপ্টার’ ও ‘মাইক্রোসফট এসিপিআই-কমপ্লিয়েন্ট কন্ট্রোল মেথড ব্যাটারিতে যেতে হবে।
৩. অপশন দু’টিতে গিয়ে প্রত্যেকটি অপশনে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর ‘আনইনস্টল ডিভাইস’ সিলেক্ট করতে হবে। এরপর আপনার ল্যাপটপের ব্যাটারি ড্রাইভার আনইনস্টল হয়ে যাবে। তবে দুশ্চিন্তার কারণ নেই, ল্যাপটপ রি-স্টার্ট দিলে পুনরায় ব্যাটারি ড্রাইভার ইনস্টল হয়ে যাবে।
৪. এরপর ল্যাপটপটি বন্ধ করতে হবে। ল্যাপটপের চার্জার আনপ্লাগ (খুলে রাখা) করতে হবে। ল্যাপটপের ‘রিমুভেবল ব্যাটারি’ থাকলে সে ব্যাটারিটিও রিমুভ করতে হবে।
৫. এরপর ল্যাপটপের চার্জার প্লাগ ইন করে ল্যাপটপ অন করতে হবে।
৬. উপরের সব ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হলে ল্যাপটপের ‘ব্যাটারি আইকনে’ ক্লিক করতে হবে। এরপর ব্যাটারি আইকনে ‘প্লাগড ইন বাট নট চার্জিং’ লেখা ভেসে উঠবে না।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এএইচ/এএ