ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

বাংলাদেশের পঞ্চাশতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাতে বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ‘গুগল’।  

২৬ শে মার্চ (বৃহস্পতিবার) রাত ১২টার পর থেকে ওই ডুডল প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ থেকে ইন্টারনেটে গুগলে (www.google.com/ www.google.com.bd) প্রবেশ করলেই চোখে পড়বে স্বাধীনতা দিবসের ডুডলটি।

বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে প্রাধান্য দিয়ে ডুডলটি বানানো হয়েছে। এতে দেখা যায়, একটি জলাশয়ে ৫টি ম্যাজেন্টা রঙের শাপলা ফুল ফুটে আছে, চারপাশে থালার মতো মেলে ধরা শাপলার সবুজ পাতা। লাল-সবুজ রঙের এই সমাবেশ যেন বাংলাদেশের পতাকার কথা স্মরণ করিয়ে দেয়। অন্যদিকে ৫টি শাপলা যেন পঞ্চাশতম স্বাধীনতা দিবসের স্মারক।

 

সাধারণত কোনো বিশেষ দিন, ঘটনা বা বিখ্যাত ব্যক্তিদের স্মরণ করতে নিজেদের হোম পেজে বিশেষ ডুডল প্রদর্শন করে গুগল। এরি অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা দিবসকেও বেছে নিয়েছে তারা। এর আগেও নানা সময়ে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক দিন, গুণীজনদের নিয়ে ডুডল বানিয়েছে এ প্রতিষ্ঠানটি।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২০
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।