ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপে দেখা যাবে বিটিভি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মে ১২, ২০২১
অ্যাপে দেখা যাবে বিটিভি

ঢাকা: পৃথিবীর যেকোনো জায়গায় বসে এখন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখতে অ্যাপ চালু করা হয়েছে।

বুধবার (১২ মে) সচিবালয়ে এক অনুষ্ঠানে বিটিভির এ অ্যাপের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ায় এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না। সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করা হয়েছে। এটি প্রশাংসার দাবি রাখে।

ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আরও ছয়টি বিভাগীয় শহরে আগামী দুই বছরের মধ্যে বিটিভির ছয়টি কেন্দ্র স্থাপন করা হবেও বলে জানান তথ্যমন্ত্রী।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, বিটিভিকে আরও বেশি মানুষের কাছে নিতে এ অ্যাপ তৈরি করা হয়েছে।

‘লকডাউন’ বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ঈদের পরে লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে। সবসময় ‌লকডাউন দেওয়া সমাধান নয়। স্বাস্থ্যবিধি মানাই যথেষ্ট।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মে ১২, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।