ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বেকারত্বের হার ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
ভারতে বেকারত্বের হার ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

ভারতে বেকারত্ব বেড়েছে। নভেম্বরে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে, যা গত তিন মাসে সর্বোচ্চ।

ভারতের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির (সিএমআইই) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

সিএমআইই-এর পরিসংখ্যান বলছে, ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার ৭ দশমিক ২১ শতাংশ থেকে বেড়ে নভেম্বরে ৮ দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে। যদিও গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৮ দশমিক ০৪ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৫৫ শতাংশে নেমেছে।

অক্টোবরের মতো নভেম্বরেও দেশটির সর্বোচ্চ বেকারত্বের হার হরিয়ানায় ৩০ দশমিক ৬ শতাংশ। ২৪ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রাজস্থান। এরপর জম্মু ও কাশ্মিরে ২৩ দশমিক ৯ শতাংশ, বিহারে ১৭ দশমিক ৩ শতাংশ ও ত্রিপুরায় ১৪ দশমিক ৫ শতাংশ।

নভেম্বরে সর্বনিম্ন বেকারত্বের হার ছিল ছত্তিশগড়ে ০ দশমিক ১, উত্তরাখণ্ডে ১ দশমিক ২, ওড়িশা ১ দশমিক ৬, কর্ণাটক ১ দশমিক ৮ ও মেঘালয়ে ২ দশমিক ১ শতাংশ।

এর আগে অক্টোবরে ভারতে বেকারত্বের হার ছিল ৭ দশমিক ৭৭ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৪৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১১৪৪, ডিসেম্বর ০২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।