ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে প্যারা মিলিটারি সদস্যকে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
ইরানে প্যারা মিলিটারি সদস্যকে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড ইরানে প্যারা মিলিটারি সদস্যকে হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে আধা-সামরিক বাহিনীর (প্যারা মিলিটারি) এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ রায় ঘোষণা করা হয়।

খবর: আল জাজিরা

দেশটির বিচার বিভাগের মুখপাত্র মাসুদ সেতায়েশি সংবাদ সম্মেলনে বলেন, এ হত্যাকাণ্ডের দায়ে তিন শিশুসহ আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ সাজার বিরুদ্ধে আপিল করা যাবে।

আদালতের কৌঁসুলিরা জানিয়েছেন, গত ৩ নভেম্বর তেহরানের পশ্চিমে কারাজ এলাকায় আধা-সামরিক বাহিনীর সদস্য আজমিয়ানকে ছুরিকাঘাত, পাথর নিক্ষেপ, কিলঘুষি, লাথি মেরে হত্যা করেন অভিযুক্তরা। তিনি রাষ্ট্র-অনুমোদিত স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। এ বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা ইরানের প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সঙ্গে যুক্ত আছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।