ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরব-চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২২
সৌদি আরব-চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

সৌদি আরবে সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার তাদের এ বৈঠকে ৩৪টি চুক্তি সই হয়েছে।

খবর এপি ও গালফ নিউজের।

জানা গেছে, চীন সৌদিতে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ ও অন্যান্য শিল্প খাতে বিনিয়োগ করবে। এর মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও। ধারণা করা হচ্ছে, বৈঠকে দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে।

বুধবার সৌদি আরবে পৌঁছান চীনা প্রেসিডেন্ট। তাকে করমর্দন করে ইয়ামামাহ প্রাসাদে স্বাগত জানান ৩৭ বছর বয়সী সৌদি যুবরাজ। দুই নেতা প্রাসাদে পাশাপাশি হেঁটে কথা বলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৯
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।