ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের শস্য রপ্তানিতে ট্রানজিট দেবে বেলারুশ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
ইউক্রেনের শস্য রপ্তানিতে ট্রানজিট দেবে বেলারুশ: জাতিসংঘ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

ইউক্রেনের শস্য পরিবহনের জন্য কোনো শর্ত ছাড়াই বেলারুশ নিজেদের অঞ্চল ব্যবহার করতে দেবে। দেশটি জাতিসংঘকে এই কথা জানিয়েছে।

 

জাতিসংঘের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের শস্য লিথুয়ানিয়ার বন্দর থেকে রপ্তানি করা হবে।   

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বেলারুশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইউরি অ্যামব্রাজেভিক শুক্রবার নিউইউয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করে ইউক্রেনের জন্য এই প্রস্তাব দিয়েছেন।  

মহাসচিবকে উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের শস্য পরিবহনের জন্য কোনো পূর্বশর্ত নেই।  বৈঠক শেষে এক বিবৃতিতে দুজারিক বলেন, বেলারুশের সার রফতানির ক্ষেত্রে উপ-পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের অনুরোধ পুনর্ব্যক্ত করেন, যা এখন নিষেধাজ্ঞার বিষয়।  

পটাশ উৎপাদনে বেলারুশ বিশ্বের অন্যতম প্রধান দেশ। বাল্টিক সমুদ্রবন্দর ব্যবহার করে সার রফতানির ক্ষেত্রে ২০২১-২২ সালে দেশটির ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।