ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুলি করে ফিলিস্তিনি কিশোরীকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
গুলি করে ফিলিস্তিনি কিশোরীকে হত্যা করলো ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শহরে গুলি করে এক কিশোরীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার (১১ ডিসেম্বর) মধ্যরাতে সামরিক অভিযানের নামে এ বর্বরতা চালায় ইহুদি রাষ্ট্রটির সেনাদল।

আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের সময় জানা মাজদি জাকারনেহ নামে ওই কিশোরী তার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মাজদির মাথায় গুলি করেছে ইহুদি দলটি।

অভিযানের নামে করা বর্বরতার সময় আরও দুই ফিলিস্তিনি আহত হয়।

বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে জেনিন শহর ও সেখানকার শরণার্থী শিবিরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। ব্যাপক ধরপাকড় চালায় তারা। এক পর্যায়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

ইসরায়েল জানিয়েছে, তারা ফিলিস্তিনি এক কিশোরীর মৃত্যু সম্পর্কে জানে। বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২২ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় পঞ্চাশেরও বেশি শিশু-কিশোর হত্যা করেছে ইহুদি রাষ্ট্রটির সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।