ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করা হবে না, পুতিনের বিশ্বাস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করা হবে না, পুতিনের বিশ্বাস 

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করা হবে না বলে বিশ্বাস করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, দুই দেশই দুঃখের ভাগিদার।

বুধবার সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন এই কথা বলেন। খবর বিবিসির।

পুতিন বলেন, তিনি এখনও ইউক্রেনকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেই দেখছেন। তিনি দাবি করেন পশ্চিমারা পোস্ট-সোভিয়েত প্রজাতন্ত্রের দেশগুলোর মগজধোলাই করেছে। এর শুরু হয় ইউক্রেন দিয়ে।  

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, কয়েক বছর ধরে আমরা ইউক্রেনের সঙ্গে সুন্দর-প্রতিবেশীমূলক সম্পর্ক তৈরির চেষ্টা করছি। আমরা ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছি, সস্তায় জ্বালানি দেওয়ার প্রস্তাব দিয়েছি। কিন্তু এটি কাজ করেনি।  

পুতিন বলে, যুদ্ধের জন্য আমাদের দায়ী করার কিছু নেই। আমরা সবসময় ইউক্রেনের জনগণকে ভাইয়ের মতো দেখি, এখনও দেখছি। এখন যা ঘটছে, তা দুঃখজনক। তবে এতে আমাদের ভুল নেই।  
 
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।