ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে খনি ধসে আটকা ১৮ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
চীনে খনি ধসে আটকা ১৮ শ্রমিক

চীনে জিনজিয়ান প্রদেশে একটি সোনার খনি ধসে অন্তত ১৮ শ্রমিক আটকে পড়েছেন। উদ্ধারকারীরা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আলজাজিরা।

শনিবার সন্ধায় কাজাখস্থান লাগোয়া সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরের ইয়িনিং কাউন্টির ওই খনিটি ধসে পড়ার সময় অন্তত ৪০ শ্রমিক কাজ করছিলেন। ২২ জনকে বের করে আনা হলেও ভেতরে আটকে পড়েন ১৮ জন।  

গণমাধ্যম জিনহুয়া শনিবার দিনের শেষে জানায়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।  

চীনে সাম্প্রতিক দশকগুলোতে খনির নিরাপত্তা কিছুটা উন্নত হয়েছে। এরপরও কদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। কারণ প্রায়ই নিরাপত্তা নির্দেশনা শিথিল হয়।

গত বছরের সেপ্টেম্বরে ১৯ খনি শ্রমিক কিংহাই প্রদেশে কয়লা খনিতে আটকা পড়েন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ পাওয়া যায়।  

২০২১ সালের ডিসেম্বরে ২০ খনি শ্রমিককে শানঝি প্রদেশের একটি ভেসে যাওয়া কয়লা খনি থেকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।