ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রমজানে কর্মঘণ্টা কমল আরব আমিরাতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
রমজানে কর্মঘণ্টা কমল আরব আমিরাতে

রমজানে বাজারদর কমানোসহ নানা পদক্ষেপ হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার দেশটিতে সরকারি চাকরিজীবীদের জন্য কর্মঘণ্টা কমানো হয়েছে।

এ বিষয়ে একটি আদেশ জারি করেছে দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষ। খবর: খালিজ টাইমস

নতুন আদেশ অনুযায়ী সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত রমজানে আরব আমিরাতে সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শুক্রবার অফিস চলবে নয়টা থেকে বারোটা পর্যন্ত। অর্থ্যাৎ সোম থেকে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘণ্টা অফিস করতে হবে কর্মীদের। আর শুক্রবার তিন ঘণ্টা।

শারীরিক ধকল সামলে কাজ অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর অনেক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুযোগও দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।