ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের তেল বিক্রির পরিমান কমেছে ২৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০১০

তেহরান: চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত গত ১১ মাসে ইরানের তেল বিক্রির পরিমান কমেছে ২৪ দশমিক ৩ শতাংশ। এর মোট আর্থিক মূল্য ৫৯ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, ইরানের বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি মার্চ মাসের ২১ তারিখ থেকে তাদের বছর শুরু হয়।

ফার্স সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, গত বছর একই সময়ে তেল ছাড়া ইরানের অন্যান্য পণ্যের রপ্তানি রেড়েছে। এসব খাতে ইরানের রপ্তানির মোট পরিমাণ ছিল ১৯ বিলিয়ন মার্কিন ডলার যা তার আগের বছরের ১৬.৮৭ বিলিয়ন ডলারের চেয়ে ১২ দশমিক ৭ শতাংশ বেশি।

ওপেক জোটভুক্ত দেশগুলির মধ্যে ইরান দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। একইসঙ্গে গ্যাস মজুদের দিক দিয়ে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ইরানের বার্ষিক আয়ের ৮০ ভাগই আসে তেল রপ্তানী থেকে।

বাংলাদেশ সময়: ১৫০৮ঘন্টা, ২৭জুন, ২০১০
এসআইএস/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।