ওয়াশিংটন: সিআইএ প্রধান লিওন প্যানেট্টা বলেছেন, তিনি মনে করেন দুটি পরমাণু বোমা বানানোর মতো যথেষ্ঠ ইউরেনিয়াম আছে ইরানের কাছে।
আজ রোববার এবিসি নেটওয়ার্কের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা মনে করি দুটি বোমা বানানোর মতো যথেষ্ঠ নিম্ন-সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানের রয়েছে।
“বোমা নিক্ষেপ ব্যবস্থা তৈরী করতে ইরানের আরো এক বছর লাগবে”, বলেন লিওন।
বাংলাদেশ স্থানীয় সময়: ২০১৫ ঘন্টা, জুন ২৭, ২০১০
ডিসি