অসলো: আফগানিস্তানের উত্তরে ফারিয়াব প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ৪ জন নরওয়েজীয় সেনা নিহত হয়েছেন।
রোববার নরওয়ের সেনা কনভয় লক্ষ্য করে বোমাটি বিস্ফোরিত হয়েছে বলে সামরিক বাহিনীর মুখপাত্র হাইডি ল্যাংভিক হ্যানসেন জানান।
নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গ এই মৃত্যুতে ‘গভীর মর্মাহত’ হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী গ্রেটে ফারেমো বলেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমরা কেমন ঝুঁকি নিচ্ছি। ’
আফগানিস্তানে নরওয়ের ৫০০ সেনাসদস্য রয়েছেন। এদের বেশির ভাগই কাবুল অথবা উত্তরাঞ্চলে দায়িত্বরত। উল্লেখ্য, এ নিয়ে চলতি জুন মাসে আফগানিস্তানে ৯৮ জন বিদেশি সেনা নিহত হলেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১১৬ ঘণ্টা, ২৮ জুন, ২০১০
এসআইএস/আরআর