ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মহাকাশ স্টেশনে রোমান্সের সুযোগ নেই: নাসা কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১০

টোকিও: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রোমান্সের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নাসার একজন কমান্ডার। আজ সোমবার নভচারিরা মহাকাশ স্টেশনে যৌন সম্পর্ক করলে কী ঘটবে এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



স্পেস শাটল ডিসকভারি নামের মহাকাশযানের কমান্ডার অ্যালান পয়েনডেক্সটার টোকিওতে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা পেশাদারি একটি দল। একে অপরকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে একটি মহৎ কাজের সম্পর্ক রয়েছে। ব্যক্তিগত সম্পর্ক এখানে কোনো বিষয় নয়। ’

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুই সপ্তাহর পুনসরবরাহ মিশন শেষে পয়েনডেক্সটার ও তাঁর ছয় জন সহকর্মী টোকিওতে সাংবাদিকদের আলোচনায় উপস্থিত ছিলেন। এদের মধ্যে মহাশূন্যে মা হওয়া প্রথম নভচারি জাপানের নাওকো ইয়ামাজাকি সেখানে ছিলেন।

গত এপ্রিলে মহাকাশ ভ্রমণের সময় চার জন নারী নভচারি অংশগ্রহণ করেন। এতে মহাকাশ ভ্রমণে নতুন মাত্রা নিয়ে আনে। মহাকাশ স্টেশনে থাকা একজন নারীর সঙ্গে পরে আরও তিন জন অংশ নেন।

মহাকাশে যৌন সম্পর্ক স্থাপন করার ব্যাপারে কোনো বাধা না থাকলেও নভচারিরা জাগতিক সব আবেগ-অনুভূতি পরিহার করতে শেখেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২০ ঘণ্টা, জুন ২৮, ২০১০
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।