ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় বন্ধ হচ্ছে টিকটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ১৮, ২০২৩
প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় বন্ধ হচ্ছে টিকটক

প্রথম অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রের মন্টানায় ব্যক্তিগত ডিভাইসে চীনা মালিকানাধীন মাধ্যম টিকটক নিষিদ্ধ হতে চলেছে।

বুধবার (১৮ মে) রাজ্যের গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট এ নিষেধাজ্ঞায় স্বাক্ষর করেছেন।

এটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিও-শেয়ারিংয়ের এ প্ল্যাটফর্মটি বলছে, এই নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করবে’।

চীন সরকারের কাছে ডেটা পাঠানো হতে পারে এই উদ্বেগের জন্য টিকটক বিশ্বজুড়ে তদন্তের আওতায় এসেছে।

মন্টানার অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট একজন রিপাবলিকান এবং আইন প্রণেতাদের বলেছিলেন, চীনা কমিউনিস্ট পার্টির নজরদারি থেকে মন্টানার জনগণকে রক্ষার জন্য এ নিষেধাজ্ঞা তার অগ্রাধিকার হিসেবে থাকবে।

এদিকে এক বিবৃতিতে টিকটক বলেছে, মন্টানায় ‘শত হাজার লোক’ ব্যবহার করেছে।

এতে বলে হয়, আমরা মন্টানাবাসীদের আশ্বস্ত করতে চাই যে, তারা নিজেদের প্রকাশ করতে, জীবিকা অর্জন করতে এবং সম্প্রদায় খুঁজে পেতে টিকটক ব্যবহার চালিয়ে যেতে পারে। আমরা মন্টানার ভিতরে এবং বাইরে আমাদের ব্যবহারকারীদের অধিকার রক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।

টিকটক নতুন এই আইনকে আদালতে চ্যালেঞ্জ করবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

গত মাসে মন্টানার আইনপ্রণেতারা এক ভোটে ব্যক্তিগত ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার একটি বিল পাস করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।