ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

পরিবর্তন না এলে মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জুন ৯, ২০২৩
পরিবর্তন না এলে মালয়েশিয়া টিকবে না: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার দেশে সংস্কারের প্রয়োজনীয়তার কথা আবারো বলেছেন। তিনি বলেন, মালয়েশিয়াকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে, তা না হলে দেশ টিকে থাকতে পারবে না।

 

আল জাজিরার এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইব্রাহিম। তিনি বলেন, যখন সরকার পরিচালনার কথা আসে, তখন আমার মনে হয়, আমার দায়িত্ব পরিবর্তন করা। কারণ দেশ কিছু ক্ষেত্রে ধ্বংস হয়ে গেছে।  

তিনি আরও বলেন, একটি স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি এবং পরিবর্তনের সংকল্প না থাকলে, আমি বিশ্বাস করি না যে মালয়েশিয়া টিকে থাকবে।  

৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম ২০২২ সালের নভেম্বরের পর নির্বাচনের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন।  
 
এই নেতার রাজনৈতিক উত্থান বেশ দ্রুত। নব্বইয়ের দশকে মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকারের সেকেন্ড ইন কমান্ড হন আনোয়ার। পরে তিনি পদচ্যুত হন। এর পর তিনি দুবার জেলেও যান। শেষে তিনি প্রধানমন্ত্রী হন।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুন ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।