ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

জাকার্তা: ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশে শুক্রবার রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়াবিদরা এ তথ্য জানিয়েছেন।



ভূমিকম্পটি গ্রিনিচ সময় ০৪৪৩টায় তেরনাতে শহরের উত্তর-পশ্চিমে সমুদ্রের ১১০ কিলোমিটার গভীরে আঘাত করে।

আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার কর্মকর্তা ওক্তিবার বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘হালমাহেরা দ্বীপে ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে কোনো য়তির খবর পাওয়া যায়নি। ’

তিনি বলেন, ‘ভূমিকম্পটির কেন্দ্র সমুদ্রের অনেক গভীরে হওয়ায় য়তি হয়নি। ’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার।

ইন্দোনেশিয়ার অবস্থান প্রশান্ত মহাসাগরীয় ‘আগুনের গোলা’ নামে পরিচিত অঞ্চলে, যেখানে মহাদেশীয় প্লেটগুলো উচ্চ মাত্রার ভূকম্পন সৃষ্টি করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।