ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পর্যটনমন্ত্রীর গাড়ির জ্বালানি খরচ ১৯ মাসে ৩৩ লাখ রুপি!

রক্তিম দাশ, কলকাতা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জুন ২৮, ২০১০

কলকাতা: গত প্রায় দেড় বছরে ভারতের বিহার রাজ্যের ১৪ জন মন্ত্রী গাড়ির জ্বালানি বাবদ খরচ করেছেন ৪৭ লাখ রুপিরও বেশি। বিষয়টি রাজনৈতিক মহলে একই সঙ্গে সমালোচনা ও হাস্যকৌতুকের আবহ তৈরি করেছে।



সোমবার রাষ্ট্রীয় জনতা দলের রাজ্য সভাপতি আবদুল বারি সিদ্দিকি এ বিষয়ে তথ্য প্রকাশ করে বলেন, ‘১৪ জন মন্ত্রী গত ১৯ মাসে ৪৭ লাখ ৩৪ হাজার রুপি খরচ করেছেন। এর মধ্যে রাজ্যের পর্যটন মন্ত্রী রামপ্রবেশ রাই একাই খরচ করেছেন ৩৩ লাখ রুপি। ’ অর্থাৎ রামপ্রবেশের গাড়ির জ্বালানি বাবদ প্রতিমাসে সরকার তথা জনগণকে গুণতে হচ্ছে প্রায় পৌনে দু’লাখ রুপি।

এসময় বারি সিদ্দিকি উপহাস করে বলেন, ‘রামপ্রবেশের পর্যটন তাহলে ভালই চলছে। তিনি  যদি একাই জ্বালানি বাবদ এত টাকা খরচ করতে পারেন, তাহলে বোঝাই যাচ্ছে, অতি দ্রুত বিহারের পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটতে যাচ্ছে। ’

ভারতীয় সময় : ১২৪০ঘন্টা. জুন ২৯, ২০১০
আরডি/এজে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।