জেরুজালেম: পশ্চিম তীরের হেব্রন শহরে দুইজন ফিলিস্তিনি নাগরিককে শুক্রবার গুলি করে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এএফপি’র প্রতিনিধি ও মেডিকেল সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত দুই জনের পরিচয় তাৎণিকভাবে পাওয়া যায়নি। হেব্রনে সেনা অভিযানের সময় শহরের দণি-পূর্ব অঞ্চলে তাদের গুলি করে হত্যা করা হয়। হেব্রন ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এএফপি একজন প্রতিনিধি গুলি করার দৃশ্য এবং একটি মৃতদেহ প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে দেখেন।
ইসরায়েলের সেনাবাহিনীর প থেকে এ বিষয়ে কোনো পাওয়া যায়নি। তবে সেখানে একটি অভিযান চলছে বলে তারা জানিয়েছে।
প্রত্যদর্শীরা জানান, সকাল হওয়ার আগেই সেনাসদস্যরা একটি বাড়ির চারদিক ঘিরে ফেলে গুলি ছুড়তে থাকে। এরপর তারা বুলডোজার দিয়ে তিনতলা ভবনটি ভাঙতে শুরু করে। ওই এলাকার বাসিন্দারা জানান, বাড়ির মালিক কোনো ফিলিস্তিনের কোনো পরে সঙ্গে নেই।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০