ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শান্তি পুরস্কারকে অসম্মানিত করেছে নোবেল কমিটি: চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
শান্তি পুরস্কারকে অসম্মানিত করেছে নোবেল কমিটি: চীন

বেইজিং: কারাবন্দী লিউ জিয়াওবোকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে নরওয়ের কমিটি এটিকে ‘অসম্মানিত ও নিন্দিত’ করেছে বলে মন্তব্য করেছে চীন। এর মধ্য দিয়ে অসলোর সঙ্গে বিদ্যমান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলেও শুক্রবার সতর্ক করে দেয় দেশটি।



চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা জাওসু বলেন, ‘যে ব্যক্তি জাতিগত ঐক্য, আন্তর্জাতিক বন্ধুত্ব, নিরস্ত্রীকরণকে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে শান্তির জন্য আলোচনার আয়োজন করে, এমন ব্যক্তিকেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিলো। এটাই ছিলো আলফ্রেড নোবেলের স্বপ্ন। ’

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরও বলেন, ‘চীনে আইন লঙ্ঘনের জন্য লিউ দোষী সাব্যস্ত হয়েছেন এবং চীনের বিচারকের রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘তার কার্যাবলী নোবেল শান্তি পুরস্কারের উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত। এ ব্যক্তিকে এ পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি এ পুরস্কারকে অসম্মানিত ও নিন্দিত করেছে। ’

একইসঙ্গে ‘চার্টার ০৮’ এর সহ-লেখক লিউ’র (৫৪) এ পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে চীন-নরওয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে বলেন জাওসু। এ বই কমিউনিস্টশাসিত চীনের রাজনৈতিক সংস্কারের একটি সাহসী ঘোষণা।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।