ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, গভর্নরসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, গভর্নরসহ নিহত ১৫

কাবুল: আফগানিস্তানের কুন্দুজ রাজ্যে শুক্রবার একটি মসজিদে ভেতর বোমা হামলায় রাজ্য গভর্নরসহ ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান।



গভর্ণর মুহাম্মদ ওমররের মুখপাত্র ফয়েজ মুহাম্মদ তওহিদ জানান, জামা শেরকাত মসজিদে বোমা হামলাটি চালানো হয়েছে। হতাহতের মধ্যে গভর্নরের মৃতদেহ পাওয়া গেছে।

রাজধানী কাবুল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জামারাই বাসহারি বোমা হামলায় হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোমাটি মসজিদে রাখা ছিলো নাকি এটি আত্মঘাতী হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে।


তাকহার রাজ্যের পুলিশ প্রধান শাহ জাহান নূরি জানান, পরিস্থিতি খুবই বয়াবহ। এটি কোনো আত্মঘাতী হামলা কি-না তা এমুহুর্তে বলা যাচ্ছে না।  

গভর্নর মুহাম্মদ ওমর এর আগে দুইবার হামলার হাত থেকে রেহাই পেলেও এবার রক্ষা পায়নি। দুই মাস আগে তার গাড়ি বহর রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলা হয়। এছাড়া গতবছর তাকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গভর্নর মুহাম্মদ ওমর তালেবান জঙ্গিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।